ভূমিকা : –
আহ্নিক গতির জন্য যেমন পৃথিবীতে দিন রাত্রি হয়, সূর্যোদয়ের সাথে নতুন দিনের সূচনা হয় এবং সূর্যাস্তের সাথে আধার নেমে দিনের যবনিকা ফেলে দিয়ে রাত্রের সূচনা হয় তেমনি শেয়ার বাজারেও চাহিদা অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই অথবা যোগানের ওপর নির্ভর করে দামের ওঠা নামা দেখা যায় |এই দামের ওঠা – নামা পর্যালোচনার জন্য মানুষ বিভিন্ন পন্থার ব্যবহার করে থাকেন | ফান্ডামেন্টাল বিশ্লেষণ এবং টেকনিক্যাল বিশ্লেষণ তাদের মধ্যে অন্যতম |
পৌরাণিক ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ বেঁচে থাকার তাগিয়ে আদান প্রদান প্রথার ব্যবহার করে থাকতো | ধীরে ধীরে মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে বিনিময় দ্রব্য হিসাবে মুদ্রা ও পরবর্তী ক্ষেত্রে টাকার ব্যবহার শুরু হয় | বিভিন্ন দেশের অর্থনৈতিক বৃদ্ধি, সম্মেলন , গড় আর্থিক শ্রীবৃদ্ধির ওপর নির্ভর করে মুদ্রার মূল্যের তারতম্য ঘটে থাকলেও বর্তমান অর্থ সামাজিক শাসন ব্যবস্থায় ব্যবসায়িক এবং দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে অর্থ ( টাকা , পয়সা) অপরিহার্য |
সামাজিক – বৈজ্ঞানিক মেলবন্ধন ও অগ্রগতি মানুষকে পরিবর্তন করেছে , সমাজ ব্যবস্থায় পরিবর্তন এনেছে এবং সর্বোপরি ব্যবসায়িক আদানপ্রদানে বিস্তর উন্নতি ঘটিয়েছে | কোনো প্রকার লেনদেন ও আর্থিক আদান প্রদানের হিসাব ও নিরীক্ষণের ওপর নজরদারির জন্য আর্থিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ | অর্থনৈতিক উন্নতি ও তথ্য প্রযুক্তিকে সুন্দর ভাবে ব্যবহার করে মানুষ আজ যেকোনো প্রকার হিসাবে নিকাশ পূর্বাপেক্ষা দ্রুত সম্পাদণ করে থাকে | তথ্যের অনুসন্ধান ও গবেষণা আজ সমগ্র পৃথিবীব্যাপী ব্যবসায়িক উন্নতি ও পরিবর্তনের অন্যতম দাবিদার |
সকল দিক বিচার করলে দেখা যাবে যে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেনই এখন অর্থ নির্ভর তাই বিশ্লেষণের তাগিদে মানুষ দাম ও তার চরিত্রকে বোঝার জন্য সকল কিছুই লিপিবদ্ধ ও তার নিরিখে বিশ্লেসনে আগ্রহী | দাম ও আর্থিক লেনদেন যেহেতু কোনো ব্যবসা ও আদান প্রদান সম্পাধনের মূল মাধ্যম তাই দামের বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ | এই তাগিদের ওপর নির্ভর করেই প্রথমে একটি নির্দিষ্ট দামের বিশ্লেষণ শুরু হয় |
অন্যতম সরলীকৃত চার্ট হিসাবে পরিচিত “লাইন চার্ট” / “ক্লোসিং চার্ট” বর্তমানে সব ক্ষেত্রেই গ্রহণীয় হয়েছে | আমাদের আজকের ব্লগ “বার (OHLC) Chart এর সাথে পরিচয় ” নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয়ে প্রাথমিক চার্ট হিসাবে “লাইন / ক্লোসিং চার্ট” সম্পর্কে সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ |
এছাড়াও পড়ুন: বার চার্ট রিভার্সাল প্যাটার্নের সাথে পরিচয় (Introduction To Bar Chart Reversal Pattern)
লাইন চার্ট / ক্লোসিং চার্ট : –
উপস্থিত সকল চার্টের মধ্যে অন্যতম সরল হলো এই লাইন চার্ট / ক্লোসিং চার্ট | ট্রেডারদের সাইকোলজির সম্পুর্ন্য উপস্থাপনকে (ওপেনিং প্রাইস -হাই প্রাইস – লো প্রাইস – ক্লোসিং প্রাইস) সরিয়ে রেখে শুধুমাত্র ক্লোসিং প্রাইসের ওপর ভিত্তি করেই এই চার্ট নির্মিত হয়েছে | সময়ের প্রেক্ষিতে প্রত্যেকটি ক্লোসিং প্রাইসকে সরল রেখার সাথে সংযুক্ত করে এই চার্ট নির্মিত হয় যা কোনো ট্রেডিংয়ের অন্তিম দাম হিসাবে এবং সর্বোত্তম তথ্য হিসাবে গ্রাহ্য হয়েছে | যদিও এই চার্টের মধ্যে অত্যন্ত স্বল্প তথ্য অন্তর্নিহিত থাকে তবুও বিশেষ কিছু প্যাটার্ন ও বিশ্লেষণের ক্ষেত্রে এই প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ |
টেকনিকাল বিশ্লেষণের জগতে ক্লোসিং প্রাইসকে যেহেতু বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং কথিত আছে ক্লোসিং প্রাইস হলো এমন এক প্রাইস যার মধ্যে সকল তথ্য ও সেন্টিমেন্ট অন্তর্নিহিত থাকে তাই এই চার্টিং প্যাটার্ন খুবই প্রাথমিক হলেও বিশেষ গুরুত্ব সহকারে এই পদ্ধতি সম্মানিত |
** লাইন চার্ট / ক্লোসিং Chart এর প্রতিচ্ছবি :
লাইন চার্ট সম্পর্কে সাধারণ ধারণা পাওয়ার পর আমি আজকের এই আলোচনাটিকে এই ব্লগের প্রধান বিষয়ের দিকে নিয়ে গিয়ে বার চার্ট (OHLC) এর ব্যাপারে কিছু সাধারণ তথ্য দিতে চাই | যারা টেকনিকাল অ্যানালিসিস নিয়ে গবেষণা করেন , চর্চা করেন তারা এই বিষয় সম্পর্র্কে তো অবশ্যই জানেন | কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে সাধারণ ভাষায় শিক্ষানবীশদের জন্য বার OHLC Chart সম্পর্কে ধারণা দিয়ে এই সিরিজের সূচনা করবো এবং ধীরে ধীরে অ্যাডভান্সড বার (OHLC ) Chart এর ব্যাপারে আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাবো কন্টিনুয়েসন প্যাটার্ন এবং রিভার্সাল প্যাটার্নের দিকে |
বার (OHLC) Chart : –
টেকনিকাল অ্যানালিসিসের জগতে অন্যতম জনপ্রিয় চার্টিং পদ্ধতি হলো এই বার OHLC Chart| লাইন চার্টের পরবর্তী সময়ে এবং ক্যান্ডেলস্টিক চার্ট ব্যাপক আকারে জনপ্রিয় হওয়ার পূর্বে লাইন চার্ট অপেক্ষা অনেক বেশি তথ্য নির্ভর হওয়ার জন্য এই চার্টিং পদ্ধতি বিশেষ জায়গা অর্জন করেছিল | এই চার্টে ট্রেডারদের সকল সেন্টিমেন্ট অন্তর্নিহিত থাকে | একটি বার একটি নির্দিষ্ট সময়কে প্রতিনিধিত্ত্ব করে থাকে | একটি দৈনিক বার চার্টের বার একটি নির্দিষ্ট দিনের ট্রেডিং অধিবেশনের তথ্যকে প্রতিনিধিত্ব করে থাকে | এই ভাবেই একটি সাপ্তাহিক বার এক সপ্তাহের তথ্যকে চার্টের মাধ্যমে তুলে ধরে এবং মান্থলি বার কোনো মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য একটি মাত্র বারের মাধ্যমে উপস্থিত করে থাকে |অনেক জায়গায় আমরা এই বার চার্টকে OHLC Chart হিসাবে আখ্যা দিতে দেখে থাকি | এই OHLC প্রকৃত পক্ষে গুরুত্বপূর্ণ ট্রেডিং তথ্যের সংক্ষিপ্ত রূপ | O = ওপেন প্রাইস , H = হাই প্রাইস , L = লো প্রাইস, C = ক্লোসিং প্রাইস | সময়ের ভিত্তিতে প্রত্যেকটি তথ্যের আলাদা আলাদা গুরুত্ব আছে এবং এই সকল তথ্যের একত্রিত রূপ হলো একটি বার চার্ট | নির্দিষ্ট সময়ের OHLC তথ্যকে একত্রিত করে চার্টে অঙ্কন করার মাধ্যমে একটি বার সম্পূর্ণ রূপ পায় |
** লাইন / ক্লোসিং চার্ট এবং বার (OHLC) Chart এর পার্থক্য :-
বার (OHLC) Chart এর সাধারণ চিত্র :
বাংলায় Technical Analysis শিখতে আপনি বেসিক টেকনিকাল অ্যানালাইসিস কোর্স নথিভুক্ত হণ|
বার চার্টের নির্মাণ পদ্ধতি :-
এই বার চার্টকে গ্রাফের মাধ্যমে উপস্থিত করার জন্য সময়কে অনুভূমিক ভাবে এবং দামকে উল্লম্ব ভাবে অঙ্কন করে বার বা OHLC Charting পদ্ধতি নির্মিত হয়েছে | যেহেতু অত্যন্ত প্রয়োজনীয় চারটি দামের সম্মেলনের দ্বারা এই চার্ট নির্মাণ হয়ে থাকে তাই লাইন / ক্লোসিং চার্ট অপেক্ষা অনেক সুক্ষ বিশ্লেষণ এই চার্টের মাধ্যমে করা সম্ভব এবং সময়কে অনুভূমিক ভাবে চার্টে উপস্থাপন করার জন্য স্বল্প ও দীর্ঘ্য দুই সময়েরই বিশ্লেষণ সুন্দর ভাবে করার সুযোগ রয়েছে |
OHLC চার্টের O অর্থাৎ ওপেন প্রাইস কোনো নির্দিষ্ট সময়ের কোন বিশেষ জিনিসের দামের ট্রেডিং শুরুর দাম কে বোঝায় | দৈনিক চার্টে O কোনো নির্দিষ্ট দিনের প্রথম ট্রেডকে তুলে ধরে দিনের শুরুর ট্রেডিং সেন্টিমেন্টকে প্রকাশ করে থাকে | একই ভাবে সপ্তাহ ও মান্থলি চার্টেও ওপেন প্রাইসের একই রকম গুরুত্ব রয়েছে |
H অর্থাৎ হাই প্রাইস , কোনো নির্দিষ্ট সময়ের দামের মুভমেন্টের সর্বোচ্চ রেঞ্জকে তুলে ধরে পূর্ব অপেক্ষা বর্তমান বুলিশ সেন্টিমেন্টকে বিচার করতে সাহায্য করে থাকে |
L অর্থাৎ লো প্রাইস , কোনো নির্দিষ্ট সময়ের দামের মুভমেন্টের সর্বনিম্ন রেঞ্জের শেষ মাত্রাকে তুলে ধরে পূর্ব অপেক্ষা বর্তমান বিয়ারিশ সেন্টিমেন্টের বিচার করতে সাহায্য করে থাকে |
অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমরা ক্লোসিং প্রাইসকে চিনি | OHLC র মধ্যে C ক্লোসিং প্রাইসকে প্রতিনিধিত্ব করে থাকে | ওপেন, হাই, লো সকল তথ্যের ওপরে ক্লোসিং প্রাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ | ক্লোসিং প্রাইসের মাধ্যমেই আমরা ওই নির্দিষ্ট সময়ের ( দৈনিক , সাপ্তাহিক , মান্থলি , বাৎসরিক) শেষ বুলিশ বা বিয়ারিশ পক্ষপাতের চিত্র , তাদের ক্ষমতা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে থাকি |
নির্দিষ্ট বারের মধ্যে এই ক্লোসিং প্রাইসের অবস্থানের ওপর নির্ভর করেই কোনো বুলিশ ও বিয়ারিশ সেন্টিমেন্টের প্রভাব নির্ণয় করা সম্ভব |এবং এই ক্লোসিং প্রাইসের অবস্থান পরিবর্তন ও সেন্টিমেন্টের বিস্তৃতি চরিত্র ইত্যাদির কারণে কোনো বার এর রং পরিবর্তিত হতে
উল্লম্ব বারের উত্তর হস্তের দিকে অর্থাৎ বাম দিকের আনুভূমিক স্বল্প রেখা দামের রেঞ্জের নিরিখে নির্দিষ্ট সময়ের ওপেনিং প্রাইসকে প্রতিনিধিত্ব করে থাকে | এবং ওপর দিকে দক্ষিণ হস্তের দিকে অর্থাৎ ডান দিকের স্বল্প আনুভূমিক রেখা সেই নির্ধিষ্ট দামের রেঞ্জের নিরিখে ওই নির্দিষ্ট সময়ের ক্লোসিং প্রাইসকে তুলে ধরে চার্টকে বিশ্লেষণপযোগী করে তোলে |
সাধারণত সকল বার (OHLC) চার্টের বুলিশ ও বিয়ারিশ সেন্টিমেন্ট বিচার করার জন্য ওপেনিং নয় নির্দিষ্টি সময়ের পূর্ববর্তী ক্লোসিংয়ের ওপর নির্ভর করতে হয় | এই খানেই ক্যান্ডেলস্টিকের সাথে এই চার্টের প্রধান পার্থ্যক্য | এই পার্থক্যের ওপরেই নির্ভর করেই বারের রং এর পরিবর্তন আমরা দেখে থাকি | পূর্ববর্তী ক্লোসিং অপেক্ষা উচ্চ মানে ক্লোসিং হলে বারের রং সবুজ এবং নিচে ক্লোসিং হলে বারের রং লাল করে সেন্টিমেন্ট সহজে বোঝার ব্যবস্থা করা হয়ে থাকে |
ক্যান্ডেলস্টিক চার্টের সম্পর্কে জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এই লিঙ্কটি : শিক্ষানবীশদের ক্যান্ডেলস্টিকের প্রাথমিক গাইড (The Basic Guide of Candlestick Patterns for Beginners
বাংলাতে ক্যান্ডেলস্টিকের পকেট গাইড এখানে পড়ুন|
উপসংহার :
এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের বার চার্টের সাধারণ বিশেষ্যত্ব নিয়ে বর্ণনা দিয়ে বার চার্ট সম্পর্কে ধারণা দেওয়ার প্রচেষ্টা করলাম | আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা বার চার্টের ব্যাপারে ধারণা পেয়েছেন | এই বার চার্টের ব্যবহারিক দিক , এবং অ্যাডভান্স বার চার্ট এবং বার চার্ট রিভার্সালের ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব শিগ্রই উপস্থিত হবো |
আমার বিশ্বাস পরবর্তী ব্লগ “বার চার্ট রিভার্সাল ” বার চার্ট ব্যবহার করে বুলিশ এবং বিয়ারিশ সেন্টিমেন্টের অগ্রিম আভাস পেতে আপনাদের সাহায্য করবে |
আপনাকে ফিনান্স ও শেয়ার মার্কেট সম্পর্কে সাহায্য করার জন্য আমরা সর্বদা সচেষ্ট | শেয়ার মার্কেট সম্পর্কে যে কোনো প্রকার অনুসন্ধান ও প্রশ্নের জন্য নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান |দ্রুততার সাথে আপনার প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার প্রচেষ্টায় আমরা প্রস্তুত |
ফিন্যান্স ও শেয়ার মার্কেট সম্পর্কিত কোর্সের জন্য ক্লিক করুন : www.elearnmarkets.com
its better if we have this article in english also