English: Click here to read this article in English.
আশা করি সকলেই জানেন – মার্কেট সংকোচন এবং সম্প্রসারণ এই রকম নিয়মিত এক চক্রের মধ্যে দিয়ে চলতে থাকে | ন্যারো রেঞ্জ ৭ (NR7) এবং ন্যারো রেঞ্জ ৪ (NR4) আসন্ন কোনো একটি দ্রুত উত্থান / পতনকে চিহ্নিত করতে সাহায্য করে – যাতে একজন ট্রেডার মুভমেন্টের পূর্ব প্রস্তুতি নিয়ে লাভ করতে পারে |
“ন্যারো রেঞ্জের শান্ত সময়টি পরবর্তী দামের বিস্ফোরণের আগের পর্যায় – ঝড় শুরুর আগে শান্ত সিন্গ্ধ হওয়ার মতন “
এই ট্রেড সেট আপে আপনাকে ধর্যের সাথে মার্কেট / শতকের সংকোচন রঙের জন্য অপেক্ষা করতে হবে – যার অর্থ হলো বার / ক্যান্ডেলের পরিধি হ্রাস পেয়েছে | একবার আমরা NR4 বা NR7 স্পট করে ফেললে, আরও বড় দামের মুভমেন্ট ও ডিরেকশন প্রত্যাশা করতে পারেন |এটি একটি ব্রেকআউট এবং রিভার্সাল প্যাটার্ন যা কোনও ব্যাপ্তির পরে লাভ অর্জনে সহায়তা করে।।
আসুন এই ব্লগের মাধ্যমে আমরা ন্যারো রেঞ্জ 4 ( NR4) এবং ন্যারো রেঞ্জ 7 ( NR7) এর অর্থ কী এবং কীভাবে এইর মাধ্যমে ট্রেডিং করা সম্ভব তা আলোচনা করা যাক |
NR4 এবং NR7 এর ট্রেডিং স্ট্রাটেজি :
ন্যারো রেঞ্জ ট্রেডিং কৌশল হ’ল একটি ব্রেকআউট ভিত্তিক পদ্ধতি যার মাধ্যমে ধরা হয়ে থাকে যে কোনো স্টক / ইনডেক্সের দাম একটি সংকীর্ণ সীমার মধ্যে একীকরণের পরবর্তীতে পরে উপরে (UP) বা নীচে (DOWN) মুভ প্রদান করবে |
NR ৭ এর জন্য ডিফল্ট সময়সীমা হলো ৭ দিনের , এর মানে হলো – যদি কোনো নির্দিষ্ট দিনের প্রাইস রেঞ্জ বিগত ৭ দিনের সর্ব রঙের তুলনায় ছোট হয়ে থাকে তাহলে সেই নির্দিষ্ট দিনটিই হলো NR 7 দিন | | সমসাময়িক ভাবে NR 4 এর ক্ষেত্রে ডিফল্ট সময় হলো ৪ দিনের – অর্থাৎ যেদিন কোনো প্রাইসে রেঞ্জ বিগত ৪ দিনের প্রাইস রঙের থেকে সব থেকে ছোট হয়ে থাকে তাহলে ওই নির্দিষ্ট দিনটি হলো NR4 দিন |
রেঞ্জ হিসাবে করতে গেলে কোনো নির্দিষ্ট দিনের হাই (High) এবং লো (Low) এর পার্থক্য নির্ণয় করতে হবে | NR7 এবং NR4 দিনের পরবর্তী দিনটি হলো- দামের আগামী মুভমেন্টের দিক নির্ধারণকারী কনফারমিং / নিশ্চিতকরণ দিন | যদি NR7 বা NR4 এর হাই (high) অতিক্রম করে তাহলে তা বুলিশ সেন্টিমেন্টের ইঙ্গিত বহন করে থাকে, অপর দিকে NR7 বা NR4 এর লো (Low) ভেঙে দেয় তাহলে তা বেয়ারিশ সেন্টিমেন্টের ইঙ্গিত বহন করে |
এই প্যাটার্নের পেছনের দর্শনটি অনেকটাই বলিঞ্জার ব্যান্ড স্কুইজের সমান, ভোলাটিলিটির সংকোচন পরবর্তীতে সম্প্রসারণ |
NR 7 দিন কীভাবে সন্ধান করবেন?
নিম্নলিখিত পদক্ষেপগুলির সাহায্যে NR 7 সনাক্ত করুন করা সম্ভব :
- গত কয়েক দিনের উচ্চ / হাই এবং নিম্ন / লো ডেটা – লাভ করুন
- প্রতিদিনের জন্য পরিসীমা গণনা করুন (উচ্চ-নিম্ন)
- পূর্ববর্তী ৬ দিনের সাথে আজকের রেঞ্জের তুলনা করুন
- যদি বিগত ৭ দিনের মধ্যে আজকের রেঞ্জটি সবথেকে ছোট হয় তাহলে এটি NR 7 তম দিন নচেৎ নয় |
নীচের বর্ণিত চার্ট থেকে NR 7 দিনের উদাহরণ দেখা যাবে:
পড়ুন : ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য কীভাবে স্টক ফিল্টার করবেন?
NR 4 দিন কীভাবে সন্ধান করবেন?
নিম্নলিখিত পদক্ষেপগুলির সাহায্যে NR 4 সনাক্ত করুন করা সম্ভব :
- গত কয়েক দিনের উচ্চ / হাই এবং নিম্ন / লো ডেটা – লাভ করুন
- প্রতিদিনের জন্য পরিসীমা গণনা করুন (উচ্চ-নিম্ন)
- পূর্ববর্তী ৩ দিনের সাথে আজকের রেঞ্জের তুলনা করুন
- যদি বিগত ৪ দিনের মধ্যে আজকের রেঞ্জটি সবথেকে ছোট হয় তাহলে এটি NR 4 তম দিন নচেৎ নয় |
নীচের বর্ণিত চার্ট থেকে NR 4 দিনের উদাহরণ দেখা যাবে:
NR4 এবং NR7 এর ট্রেডিং উদাহরণ :
ট্রেডিং উদাহরণে আমরা Reliance এর চার্ট দেখতে পারছি এবং ২ মাসের মধ্যে ৪ টি সংকেত স্পষ্ট উল্লেখ করা আছে | এই ক্ষেত্রে আমরা “অ্যাভারেজ ট্রু রেঞ্জ “(ATR) ইন্ডিকেটরকে ব্যবহার করে ক্যান্ডেলের রেঞ্জ নির্ণয় করার কাজ করে থাকে | আমরা NR 4 এবং NR 7 ক্যান্ডেলে দেখতে পাচ্ছি ATR হ্রাস পেয়েছে, যার অর্থ ক্যান্ডেলের রেঞ্জ সর্বশেষ ৪ (4 ) বা ৭ (7) দিনের মধ্যে সর্বনিম্ন।
বাজার বিশেষজ্ঞদের কাছ থেকে শিখুন:
NSE Certified Technical Analysis Course
Best ways to pick stocks for Intraday Trading
পরের দিন যদি পূর্ববর্তী NR4 বা NR 7 দিনের high এর ওপরে দাম ট্রেডিং করতে শুরু করে তাহলে বুলিশ এবং LOW এর নিচে দাম ট্রেডিং করতে শুরু করে তাহলে বেয়ারিশ | ভালো করে লক্ষ্য কোলে দেখা যাবে NR 4 পরপর তিন বার নির্মাণ হতে লক্ষ্য করা গেছে বিভিন্ন সময়ে | প্রথম NR4 টি বেয়ারিশ সিগন্যাল দিয়েছিলো এবং পরবর্তী দিন আমরা গ্যাপ ডাউন ওপেন লক্ষ্য করেছিলাম যা সিগনালটিকে নিশ্চিত করে | পরবর্তী NR4 টি বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে – যা পরবর্তী দিনের বুলিশ ক্যান্ডেল এবং ভলিউমের দ্বারা নিশ্চয়তা প্রাপ্ত হয় |
পূর্ববর্তীতে আমরা পরস্পর NR4 লক্ষকরেছিলাম যা নেগেটিভ বিয়ারিশ সিগন্যাল প্রদান করেছিল | যখন দাম NR4 ক্যান্ডেলের লো ভেঙে নিচে যাবে তখন সেল করা উচিত নচেৎ সিগন্যাল কার্যকর না হলে লসের বুকিংয়ের সামনা করতে হবে | এই ক্যান্ডেলের ক্ষেত্রেও আমরা ATR এর মধ্যে হ্রাস পাওয়ার প্রবণতা পরিষ্কার নজর পেলাম |
পরবর্তীতে আমরা NR7 ফর্মেশনের থেকে বেয়ারিশ ব্র্যাকডাউন প্রদান করার সাক্ষী থাকলাম যা পরবর্তী দিনের ক্যান্ডেল এবং ভলিউমের দ্বারা কনফার্মেশন পেয়েছে |
ন্যারো রেঞ্জ ৪ (NR4) এবং ন্যারো রেঞ্জ ৭ (NR7) আপনাকে অন্য সাধারণ ট্রেডারদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে – যারা ট্রেন্ড এন্ড মোমেন্টাম অনুসরণ করে তারা এই ক্ষেত্রে আপনার পরে বিষয়টি সনাক্ত করতে পারবেন এবং ট্রেডিং উদেশ্যে ঝাঁপ দেবেন | এই পদ্ধতিতে ট্রেডিংয়ের একটু বিশেষ পন্থা হলো – NR 7 অথবা NR4 লো ( low ) কে স্টপ লস নির্ণয় করে নের হাই( HIGH ) অতিক্রম করলে ক্রয় করা |
আপনি শর্ট ( বিক্রয় ) করার জন্য NR7 – NR4 দিনের লো নির্ণয় করার পর সেটি ভেঙে ট্রেডিং হতে থাকলে পজিশন নেবেন উক্ত NR7 – NR4 দিনের হাই ( হাই ) কে স্টপ লস হিসাবে বিবেচনা করে | এই প্যাটার্ন বেশিরভাগ সময়েই একজন ট্রেডারকে ২-৩ দিনের ট্রেডিং করার সুযোগ করে দেয় | অনেক পরিস্থিতিতে NR 7 ব্রেকআউট নতুন তরঙ্গ ( Wave ) শুরুর কাছাকাছি পাওয়া যায়।
সারমর্ম :
- NR 7 এর জন্য ডিফল্ট সময়কাল ৭ দিন, যদি কোনও নির্দিষ্ট দিনের দামের সীমাটি গত ৭ দিনের তুলনায় সর্বনিম্ন হয় তবে সেই দিনটি NR 7 দিন।
- NR 4 এর জন্য ডিফল্ট সময়কাল ৪ দিন, যদি কোনও নির্দিষ্ট দিনের দামের পরিধি সর্বশেষ ৪ দিনের তুলনায় সর্বনিম্ন হয় তবে সেই দিনটি NR4 দিন।
- পূর্ববর্তী ক্যান্ডেলটি NR 7 অথবা NR 4 এবং বর্তমান ক্যান্ডেলে গ্যাপ আপ ওপেন লক্ষ্য করা গেছে শুধু মাত্র সেই অবস্থাতেই ক্রয় করা উচিত |
- পূর্ববর্তী ক্যান্ডেলটি NR 7 অথবা NR 4 এবং বর্তমান ক্যান্ডেলে গ্যাপ ডাউন ওপেন লক্ষ্য করা গেছে শুধু মাত্র সেই অবস্থাতেই বিক্রয় করা উচিত |
- এই ট্রেডিং সেট আপের জন্য পছন্দসই টাইম ফ্রেমটি হলো – দৈনিক / ডেইলি |