DEMAT ACCOUNT:
বর্তমান দ্রুত অগ্রগতির যুগে সকল ব্যবস্থাই পূর্বের তুলনায় অনেক পরিবর্তিত,উন্নত এবং আধুনিক | শেয়ার ও সিকিউরিটিজ সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে DEMAT account এর গুরুত্ব অপরিসীম | DEMAT কথাটির সৃষ্টি হয়েছে ডিমেটেরিয়ালাইজেসন কথাটির থেকে | এই DEMAT পদ্ধতির মাধ্যমে একজন বিনিয়োগকারীর ফিজিক্যাল ফরম্যাটের শেয়ার সার্টিফিকেট ইলেকট্রনিক ফরম্যাটে রূপান্তরিত হয়ে থাকে | এই ব্যবস্থার মাধ্যমে শেয়ার সার্টিফিকেটের প্রধান হোল্ডারের একাউন্ট থেকে সম নামের ইলেক্ট্রনিক্যাল DEMAT ফরম্যাটে শেয়ার রূপান্তরিত হতে পারে | একজন DEMAT অ্যাকাউন্টের ধারক তার সাথে মনোনীত(নমিনি ) সুযোগ এই ব্যবস্থায় পেয়ে থাকেন | DEMAT অ্যাকাউন্ট হলো এমন একটি একাউন্ট যা শেয়ার , বন্ডস , মিউচুয়াল ফান্ডস ইত্যাদি বিনিয়োগ জাত দ্রব্য জমা রাখার জায়গা | একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ন্যায় যার মাধ্যমে টাকা পয়সা ব্যাতিত বিনিয়োগজাত দ্রব্যের লেনদেন সম্পাদন হয়ে থাকে |
এছাড়াও পড়ুন: স্টক মার্কেটের প্রাথমিক গাইড (Stock Market Guide For Beginners in Bengali)
আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও ক্যাপিটাল মার্কেটের গঠন অনুসারে নিম্নলিখিত সিকিউরিটিজ সংক্রান্ত বিনিয়োগের জন্য DEMAT অ্যাকাউন্ট থাকা একান্তই বাধ্যতামূলক |
ইকুইটিস,
ডেরিভেটিভস,
ডিবেঞ্চার,
বন্ডস,
মিউচুয়াল ফান্ডস,
গভর্ণমেন্ট সিকিউরিটিজ ইত্যাদি |
DEMAT অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য আমাদের যেসকল বিষয় সম্পর্কে জানতে হবে তা হলো :-
* DEMAT account পদ্ধতির লক্ষ্য |
* DEMAT অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা ও সুবিধাসমূহ |
* DEMAT অ্যাকাউন্ট চালু করার জন্য প্রয়োজনীয় দলিল দস্তাবেজ |
* DEMAT অ্যাকাউন্টের খরচ |
DEMAT ACCOUNT পদ্ধতির লক্ষ্য :-
১৯৯৬ সালের ডিপোজিটরি আইনের দ্বারা ভারত DEMAT সিস্টেম প্রবর্তন করে শেয়ার , সিকিউরিটিজ সংক্রান্ত ট্রেডিং , শেয়ার আদান প্রদান , হস্তান্তর প্রভৃতির ব্যবস্থা ইলেক্ট্রনিক পন্থা অনুসরণ করা চালু করে | এই ব্যবস্থায় শেয়ার , মিউচুয়াল ফান্ড , বন্ড, ডিবেঞ্চার , গভর্নমেন্ট সিকিউরিটিজ ক্রয় বিক্রয় , শেয়ার স্থানান্তর , হস্তান্তর প্রক্রিয়া পূর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভাবে সরল হয়ে যায় এবং কাগজের শেয়ার সার্টিফিকেট / শংসাপত্র সম্পর্কিত সকল ঝুঁকি বিলোপ পায়|
১৯৯৬ সালে NSE (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) এর দ্বারা এই ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে ভারতীয় শেয়ার বাজারে একটি কাগজবিহীন ট্রেডিং শুরু হয়, যার মাধ্যমে ভারতীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যায় | এই ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে বিশ্ব অর্থনীতির সাথে ভারতীয় শেয়ার মার্কেটের তালমিলিয়ে সুস্থ অগ্রগতির শুরু হয় | বর্তমানে শেয়ার ও এক্সচেঞ্জ নথিভুক্ত বিভিন্ন বিনিয়োগ দ্রব্যের ক্রয় বিক্রয় , হস্তান্তরের জন্য এই DEMAT অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক | কোনো বিনিয়োগকারীর বিনিয়োগ করার দিনের থেকে দুই দিনের মধ্যে তার অর্ডার অনুযায়ী প্রাপ্য শেয়ার DEMAT অ্যাকাউন্টে জমা হয় | একজন বিনিয়োগকারী তার নির্দিষ্ট DEMAT অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো শেয়ার , ডিবেঞ্চার প্রভৃতির বিক্রয় আদানপ্রদান , হস্তান্তর করতে পারেন , এবং তার প্রয়োজন মতো এক বা তার অধিক DEMAT অ্যাকাউন্ট চালু ও তার মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত লেনদেন করতে পারেন |
এছাড়াও পড়ুন: স্মার্টলি শেয়ারে বিনিয়োগের কৌশল ও পন্থা
DEMAT ACCOUNT এর উপকারিতা :-
DEMAT অ্যাকাউন্ট পদ্ধতির মাধ্যমে সহজেই একজন বিনিয়োগকারীর উদেশ্যে বরাদ্দ করা রাইট শেয়ার / বোনাস শেয়ার সহজেই তার DEMAT অ্যাকাউন্টে জমা করা সম্ভব | এর মাধ্যমে কোনো প্রকার জাল জুয়াচুরি , পরিবহনের ঝুঁকি, হস্তান্তরের খরচ ফিজিক্যাল শেয়ার অপেক্ষা প্রায় নাই বললেই চলে | ফিজিক্যাল শেয়ার সংক্রান্ত হস্তাক্ষর স্বাদৃশ্যের অসুবিধা , আগুনে পুড়ে যাওয়ার ভয় , ডাক বিভাগের গোলযোগের কারণে সার্টিফিকেট প্রাপ্তিতে দেরি ,ও ফিজিক্যাল শেয়ার হস্তান্তর এবং স্থানান্তরের শুল্ক অনেক কম প্রয়োজন হয় | ইলেক্ট্রনিক্যালি DEMAT অ্যাকাউন্ট পরিচালিত হওয়ার কারণে একজন বিনিয়োগকারী তার প্রয়োজন মতো সুবিধা মতো জায়গা থেকে DEMAT অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারেন |
DEMAT ACCOUNT এর সুবিধা :-
* সহজ ও সুরক্ষিত উপায়ে শেয়ার ও বিনিয়োগ দ্রব্যের সংরক্ষণ |
* সহজ হস্তান্তর ও স্থানান্তরের সুবিধা |
* নি:শুল্ক হস্তান্তর ও স্থানান্তর |
* সিকিউরিটিজ হস্তান্তর ও স্থানান্তর সংক্রান্ত ঝুঁকি কম ও কম দলিল দস্তাবেজ প্রয়োজন |
* ফিজিক্যাল সার্টিফিকেট ফরম্যাটে একটি মাত্র শেয়ার বিক্রয় সম্পর্কিত অসুবিধা অতিক্রম করে এই ব্যবস্থায় বিনিয়োগকারীর প্রয়োজনমতো একটি শেয়ার বিক্রয়ের সুবিধাও দেওয়া আছে |
* ডিপোজিটরি পার্টিসিপেন্ট এর মাধ্যমে শেয়ার হস্তান্তর হওয়ার কারণে কোম্পানিকে অগ্রিম খবর দেওয়ার প্রয়োজন নেই |
* স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহারের মাধ্যমে DEMAT অ্যাকাউন্ট থেকে সকল লেনদেন সম্পর্কিত (ডেবিট / ক্রেডিট / বোনাস শেয়ার / স্প্লিট) ইত্যাদির কাজ সহজেই হয়ে থাকে |
* পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একজন বিনিয়োগকারী তার DEMAT অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন |
DEMAT ACCOUNT চালু করার প্রয়োজনীয় ডকুমেন্ট / দলিল দস্তাবেজ :-
DEMAT account চালুর ক্ষেত্রে একজন ব্যক্তিকে KYC (Know Your Client) নিয়ম অনুসরণ করে এবং স্টক ব্রোকারের সাথে একটি সরল চুক্তি স্বাক্ষরের দ্বারা এই অ্যাকাউন্ট চালু করতে হয় |
এছাড়াও পড়ুন: How To Open A Demat Account?
DEMAT ACCOUNT চালুর জন্য প্রয়োজনীয় দলিল দস্তাবেজ :-
প্যান কার্ড (আবশ্যিক) |
ব্যাংক স্টেটমেন্ট (বিগত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট) |
ঠিকানার প্রমাণ পত্র |
আয়কর রিটার্ন সম্পর্কিত কাগজ |
দুটি রঙিন ফটো |
ক্রসড চেক (প্রয়োজনে)|
বিস্তারিত তথ্য সম্বলিত KYC (Know Your Client) ফর্ম |
DEMAT ACCOUNT এর খরচ :-
কিছু ক্ষেত্রে DEMAT অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কিছু ফী / খরচ ধ্যার্য্য করা হয় যা বিভিন্ন ব্রোকিং কোম্পানির নিয়মানুসারে ভিন্ন হতে পারে|
DEMAT account এবং ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য জানতে আপনি নীচের ভিডিওটি দেখতে পারেন
TRADING ACCOUNT :-
TRADING অ্যাকাউন্ট হলো একটি সাধারণ ব্যাংকের জমা খাতার মতো সমসাময়িক অ্যাকাউন্ট , যার মধ্যে ট্রেডিং ও বিনিয়োগ সম্পর্কিত অর্থ জমা থাকে | এই অ্যাকাউন্ট কোনো ইনভেস্টমেন্ট ব্যবসায়ী দ্বারা চালিত ও পরিচালিত হয় বিনিয়োগকারীর সম্মতি সহকারে | এই অ্যাকাউন্টের জমাকৃত অর্থ রাশি বিনিয়োগকারীকে চাহিদামতো ও প্রয়োজনানুসারে ক্রয় বিক্রয়ে সাহায্য করে থাকে | কৌশলগত উন্নত বিনিয়োগপদ্ধতির ক্ষেত্রে এই অ্যাকাউন্ট থাকা আবশ্যক |
এছাড়াও পড়ুন: A Brief Distinction Between Bank Account, Trading Account and Demat Account
TRADING অ্যাকাউন্টের মাধ্যমে একজন বিনিয়োগকারী ও কোনো কোম্পানি বিনিয়োগ এবং ট্রেডিং সংক্রান্ত অর্থরাশি জমার মাধ্যমে তার দ্বারা ট্রেডিং সম্পাদন করতে পারেন | পূর্বাপেক্ষা নিরাপদ ভাবে সকল লেনদেন পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিচালনা করার জন্য এই অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা ও বিস্তার ব্যাপক | এই অ্যাকাউন্ট নগদ অর্থ , বৈদেশিক মুদ্রা , ফিউচার্স , কমোডিটি প্রভৃতি সম্পর্কিত সকল ট্রেডিং সহজে করতে সাহায্য করে থাকে | এই অ্যাকাউন্ট নির্ভর ট্রেডিংয়ের ক্ষেত্রে কমিশন ব্রোকার পরিবর্তে ভিন্ন হতে পারে |
একজন বিনিয়োগকারী তার প্রয়োজন মতো কাজের বিস্তার অনুসারে বিভিন্ন কাজে পৃথক ভাবে ব্যবহারের জন্য বহু ট্রেডিং আকাউন্ট ব্যবহার করতে পারেন | যথা বিনিয়োগের জন্য একটি , বৈদেশিক অর্থ লেনদেন সংক্রান্ত একটি , কমোডিটি , ফিউচার্স ও অপসন , ফরেক্স ট্রেডিং ও দৈনিক ট্রেডিং সংক্রান্ত একটি | এই বিভাজন একজন বিনিয়োগকারীর ঝুঁকি বন্টনে বহুলাংশে সাহায্য করে থাকে |
স্টক মার্কেট সম্পর্কে বিশদ ভাবে জানতে আপনারা NSE Academy Certified Capital Market Professional (E-NCCMP) কোর্স এ নাম নথিভুক্ত করুন |
এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ রাশি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীগণ বিনিয়োগ করেন এবং ডে ট্রেডারগণ মার্জিন হিসাবে ব্যবহার করার সুবিধা পেয়ে থাকেন |
উপসংহার:
সহজ সরল ভাবে বর্ণনা করতে গেলে বলা যায় , একজন বিনিয়োগকারীর এই দুই প্রয়োজনীয় (DEMAT & TRADING ) অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এর সাথে সংযুক্ত থাকে | একজন ট্রেডার বা বিনিয়োগকারীর নির্দেশ মতো ব্রোকিং সংস্থার দ্বারা TRADING অ্যাকাউন্টের অর্থরাশি ব্যবহারের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক প্লাটফর্মে কোনো ট্রেড সম্পাদন হয়ে থাকে ও তার উপযুক্ত সম্পদ / শেয়ার / বন্ডস প্রভৃতি দ্রব্য DEMAT অ্যাকাউন্টে জমা পরে নির্দিষ্ট নিয়মানুসারে | আধুনিক ইলেক্ট্রনিক ট্রেডিং ব্যবস্থায় DEMAT এবং TRADING অ্যাকাউন্ট পরস্পরের সাথে নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ তাই কোনো ট্রেডিং সম্পাদনের পরবর্তীতে তৎসংক্রান্ত বিনিয়োগ দ্রব্যের সংযুক্তকরণ অথবা বিভাজন সহজেই সম্পাদিত হয়ে থাকে | ইলেক্ট্রনিক্যালি সম্পূর্ণ পদ্ধতিটি শৃঙ্খলাবদ্ধ নিয়মে সম্পাদন হওয়ার কারণে খুব সহজেই গোলযোগের সম্ভাবনা , ঝুঁকির সম্ভাবনা কমিয়ে দিয়ে সুন্দর সুশৃঙ্খল স্টক এক্সচেঞ্জ , ডিপোজিটরি , ব্রোকার , বিনিয়োগকারী প্রভৃতিদের একই ছাদের তলায় নিয়ে এসে সম্পাদিত হয়ে থাকে |
পাঠকদের অনুরোধ করা হচ্ছে যে তারা তাদের মন্তব্য ও যে কোনো প্রকার প্রশ্ন , অনুসন্ধানের জন্য নিম্নের কমেন্ট বক্সে লিখে পাঠান |
Good
Hi,
We really appreciated that you liked our blog.
Keep Reading!!