English: Click here to read this article in English.
মানবসমাজে নারীর ভূমিকা অন্যতম, সংসারের সব কিছুকে সুন্দর ভাবে কৌশলের সাথে পূর্ণতা দেওয়ার চেস্টায় নারীদের জুড়িমেলা ভার | কোন ভালোবাসা, ভালোলাগা আত্মৎসর্গের বিষয়ে মহিলারা সকল বাধা অতিক্রম করার ক্ষমতা সম্পন্ন |
সকল দিক বিচার করলে মহিলা ও গৃহবধূরা কাঠামোগত দিকের ভিত্তিতে সুন্দর ভাবে সংগঠিত |
এই ব্লগটি সকল হোমমেকারদের উৎসর্গীকৃত যারা পরিবারের সুবিধার্থে ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে কোন ছুটি ছাটা ও অভিযোগ ছাড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে সর্বদা সচেষ্ট |
দৈনন্দিন জীবনের ছোট বড় সকল কিছুই গৃহকর্তীদের নখদর্পনে ও তাদের নিয়ন্ত্রণধিন | ভালো ভাবে দেখতে গেলে এনারা সত্যি জন্মগত পরিচালক / ম্যানেজার সত্ত্বার অধিকারী |
এই ব্লগটি লিখতে লিখতে, আমি একটি সুন্দর উক্তি পেলাম যা আমি এখানে উল্লেখ করতে চাই : –
একজন মহিলার কাছে সবথেকে সুরক্ষার জিনিস হলো ব্যক্তিগত স্বল্প অর্থরাশি |(আমেরিকান লেখক এবং মার্কিন রাষ্ট্রদূত ক্লেয়ার বুথে লুস) |
আমি এই বিষয়টি মন থেকে বিশ্বাস করি ,
সুতরাং ,নীচের বিষয়বস্তুটি পড়ার আগে আসুন আমরা প্রথমে আমাদের জীবনে ব্যক্তিগত আর্থিক স্বাধীনতা গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার করি।
আর্থিকভাবে স্বাধীন হওয়া আপনার নিজের সুরক্ষা ছাড়া আর কিছু নয়। আপনার ব্যক্তিগত পৃথিবীতে সবকিছুই ভালো মসৃণতার সাথে চলতেই পারে, কিন্তু ছোটবেলা থেকেই আপনাকে সর্বদা খারাপের জন্যও প্রস্তুত থাকতে শেখানো হয়। তাহলে এই বিষয়টি মাথায় রেখেই কেন নিজের জন্য একটি ভাল আর্থিক পরিকল্পনা প্রক্রিয়া অনুসরণ করবেন না।
আর্থিক ভাবে স্বাধীন হওয়ার জন্য আপনি : Kredent Money App এর সাহায্য নিতে পারেন | আপনাকে আর্থিক ভাবে স্বাধীনতা দেওয়ার লক্ষে সহায়তা করার জন্য এই MOBILE APP টি গুরুত্তপূর্ণ ভূমিকা নিতে পারে |
আমাদের আলোচ্য প্রধান বিষয়বস্তুটি শুরু করার আগে নিচের চিত্রটি একবার দেখে নেওয়া যাক:
আর্থিক পরিকল্পনা একজন মহিলার অন্তর্নিহিত প্রতিভা যা দিয়ে তিনি নিজের পুরো পরিবারকে সুন্দর ভাবে পরিচালনা করেন | পারিবারিক আর্থিক পরিকল্পনাতে নারীদের বিকল্প প্রায় নাই |
ওপরের ছবিতে উল্লিখিত উপরোক্ত বিষয়গুলি দেখুন এবং আপনার গৃহের পরিচালনা প্রক্রিয়াতে আপনি বর্তমানে যা করছেন তাr এটির সাথে সমন্বয় সাধন করুন।
এটি সম্পূর্ণ ভাবেই আর্থিক পরিকল্পনা ( ফিনান্সিয়াল প্লানিং) |মনে রাখবেন, আপনি যেভাবে আপনার বাড়ির জন্য আর্থিক পরিকল্পনা করছেন অব ফিনান্সিয়াল বিষয়ক ব্যাপারগুলি সামলাচ্ছেন সেখানে আপনি যেভাবে পরিকল্পনা করেন তার ছাড়া আর কোনও বিকল্প হতে পারে না। সুতরাং আপনার দক্ষতা রয়েছে সেরা ফিনান্সিয়াল প্ল্যানিং করার|
১. ডাইরেক্ট ইকুইটি :-
সুবিধা : উচ্চ রিটার্নের সম্ভাবনা, ঝুঁকির মাত্রা উচ্চ |
কেন এই পরামর্শ ? বিশ্লেষণ করে দেখা গেছে – গৃহবধূরা খুব ভালো বিনিয়োগকারী হয়ে থাকেন, এনারা পরিবারের সকল চাহিদা সম্পর্কে অবগত থাকেন এবং সেগুলি পূরণ ও পারিবারিক সুবিধার জন্য যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন | গৃহবধূ নারীরা সাধারণত সেই সকল দ্রব্য ক্রয় করে থাকেন যেগুলি তার পরিবারের মানুষদের জন্য উপযুক্ত | সুতরাং গৃহকর্তী হিসাবে আপনি কোনও কোম্পানির পণ্য এবং এই পণ্যের বাজার ভাগ ও গুণগত মানের মানের বিদায়ে সেরা বিচারক |
আপনার এই ক্ষেত্রে কোনো কোম্পানির ব্যালেন্স শিট দেখে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আপনি ইতিমধ্যে বাজারজাত পণ্য এবং তার গুণগত মান সম্পর্কে অভিজ্ঞ এবং এই দক্ষতাটির সাহায্যে শেয়ারগুলি বিশ্লেষণের প্রয়াস করুন এবং যা ইক্যুইটিতে বিনিয়োগের জন্য ব্যবহার করা যেতে পারে।
আপনি আজকেই একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার মাধমে ইকুইটি বিনিয়োগের শুরু করতে পারেন |
২. মিউচুয়াল ফান্ডস :-
সুবিধা : ডাইভার্সিফিকেশন, পেশাদার পরিচালনা ব্যবস্থা , ক্রয়-বিক্রয় সহজলভ্য, ইকুইটির থেকে প্রাথমিক বিনিয়োগ এবং অনেক বিকল্প থেকে পছন্দমতো চয়ন করার সুবিধা ।
ন এই পরামর্শ ? এটি আপনার স্বল্প সাশ্রয়ের জন্য একটি খুব লাভজনক বিনিয়োগের বিকল্প (আপনি ৫০০ / – টাকার বিনিময়ে শুরু করতে পারেন) এবং মিউচুয়াল ফান্ডগুলির মাধ্যমে একটি মাঝারি পরিমাণে ঝুঁকি নিয়ে শেয়ার বাজারের সমসাময়িক লাভের সুবিধাগুলি পেতে পারেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে । যেহেতু মিউচুয়াল ফান্ডের জমাকৃত তহবিল – দক্ষ ফান্ড ম্যানেজারদের দ্বারা যথাযথ পরিচালিত হয়ে থাকে সেই কারণে আপনাকে চিন্তার বোঝা মাথায় নিতে হবে না, আপনি মানসিক চাপমুক্তভাবে অন্যকাজে মনোনিবেশ করতে পারবেন | ডাইরেক্ট ইকুইটি বিনিয়োগের চোরাই উৎরাই মার্কেটের চাপ থেকে মুক্ত থাকবেন |
আমাদের ওয়েবসাইটে মিউচুয়াল ফান্ড সম্পর্কিত অনেক তথ্য – ব্লগ – ভিডিও রয়েছে আপনি সেগুলো থেকেও ধারণা নিতে পারেন |
৩. এক্সচেঞ্জ ট্রেডড ফান্ড (ETF):-
সুবিধা : ETF হলো বিনিয়োগের একটি বিশেষ শ্রেণী যা শেয়ার মার্কেটের স্টক এবং মিউচুয়াল ফান্ডের সমন্বয়ে তৈরী করা হয়েছে |
কেন এই পরামর্শ ? ETF হলো বিনিয়োগপযোগী একটি বিশেষ শ্রেণী যা ডাইভার্সিফায়েড সিকিউরিটিজ যেমন – বন্ডস , ইকুইটি , কমোডিটি , ইনডেক্স এছাড়া অন্যান্য ইনডেক্স অ্যাসেট যথা ইনডেক্স ফান্ড এই সব ক্ষেত্রে বিনিয়োয়োগ করে থাকে | যারা ফিনান্সিয়াল মার্কেটের শিক্ষানবিশ বা কম ও সিকিওর ঝুঁকি নিয়েও অপেক্ষাকৃত বেশি রিটার্নেট সন্ধান করে থাকেন তাদের জন্য এই উপাদানটি খুব গুরুত্বপূর্ণ | ছাত্রছাত্রী – গৃহবধূদের জন্য বিনিয়োগের আদর্শ উপাদান |
যেহেতু এটি দক্ষ পরিচালকদের দ্বারা চালিত হয় তাই কম বিশ্লেষণের প্রয়োজন দৈনিন্দিন নিরীক্ষণ করে ভালো পারফরম্যান্স রিটার্ন পাওয়ার জন্য | সুতরাং বোঝাই যাচ্ছে এটি হলো এমন একটি আর্থিক উপাদান যা মার্কেট অপেক্ষা কম ঝুঁকিতে ভালো রিটার্ন প্রদান করার ক্ষমতার অধিকারী |
৪.বন্ড:-
বন্ড হলো এমন এক বিনিয়োপযোগী উপাদান যা অনেকটা লোনের মতো, নির্দিষ্ট সুদ – ইন্টারেস্ট / কুপন রেটের সাথে ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে | ভারতবর্ষে – তহবিলের প্রয়োজনীয়তা পূরণের জন্য সরকার তথা কর্পোরেশনগুলি বিভিন্ন সময়ে বন্ড জারি করে।
সুবিধা : এটি একটি নির্দিষ্ট আয়ের পণ্য যা ঝুঁকিপূর্ণ নয় এটি আপনার বিনিয়োগগুলিতে স্বল্প আশ্বাসযুক্ত রিটার্ন দিতে সক্ষম ।
৫. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF):-
এরই হলো একটি জনপ্রিয় পুরানো ইনভেস্টমেন্ট উপাদানগুলির মধ্যে একটি যা সুরক্ষিত – ডেট – ট্যাক্স সেভিংস বৈশিষ্ট সম্পন্ন |
PPF বিনিয়োগের প্রিন্সিপাল অ্যামাউন্ট ( জমাকৃত অর্থরাশি) এবং সুদের নিশ্চয়তা সরকার প্রদত্ত | সুদের হার সরকার ঘোষণা করে থাকে এবং বিশেষ বিষয় হলো সুদের হার চলমান ব্যাঙ্কের “ফিক্সড ডিপোজিট ” অপেক্ষা বেশি হয়ে থাকে |
যেহেতু এই বিনিয়োগ উপকরণটি 15 বছরের দীর্ঘ লক-ইন পিরিয়ডের মধ্যে আবদ্ধ (তবে যে কোনো বিনিয়োগকারী জমাকৃত মোট অর্থরাশির ৫০ % খাতা চালুকরার ৫ থেকে 7 বছর পরে লোন হিসাবে নিতে পারেন ), করমুক্ত কম্পাউন্ড ইন্টারেস্টের প্রভাব বিশেষ করে দূরবর্তী বছরগুলিতে বিশাল। এটি আপনাকে নগন্য ঝুঁকি নিয়ে নিজের জন্য বড় পরিমানের মূলধন একত্রিত করতে সহায়তা করে।
ওপরে উল্লিখিত সকল সুবিধার সাথে “গভর্মেন্ট অফ ইন্ডিয়ার ” গ্যারান্টি PPF কে বিনিয়োগের অন্যতম উপকারী এবং সুবিধাজনক উপাদান হিসাবে পরিণত করে।
বিশেষ সারমর্ম :-
- বর্তমান সময়ের তাগিদে প্রত্যেক গৃহকর্মীর অবশ্যই আর্থিক সাক্ষরতা এবং বিচক্ষণতা বিষয়ক জ্ঞানের প্রয়োজন | এটি তাদের আর্থিকভাবে স্বতন্ত্র করে তোলার সাথে তাদের আত্ম-মনোবলকেও বাড়িয়ে তোলে |
- কোনো বিনিয়োগ উপাদান / সরঞ্জাম বেছে নেওয়ার আগে সেই সংক্রান্ত ঝুঁকি – বিনিয়োগকৃত অর্থরাশির রিটার্নের প্রয়োজনীয়তা এবং মেয়াদ সম্পর্কে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দরকার রয়েছে |
- গৃহকর্মীদের বর্তমান বাজার সম্পর্কে বেশ ভাল ধারণা রয়েছে ধরে নেওয়া যায়, কারণ তারা আশেপাশের বেশিরভাগ পণ্যের অন্যতম প্রধান উপভোক্তা হিসাবে – কোন ব্র্যান্ড এবং সংস্থাটি ভাল পারফর্ম করছে সেই সম্পর্কে তারা বেশ সচেতন।.
- এইসব বিনিয়োগের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনকে প্রধান গুরুত্ব দিতে হবে। এটি রিস্ক ও রিওয়ার্ডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।
সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে লক্ষ্য নির্দিষ্ট করে এখন, আপনাকে প্লানিং করে বিনিয়োগের শুরু করতে হবে । মনে রাখবেন, আপনি আপনার আর্থিক পরিকল্পনার প্রক্রিয়ায় যেখানেই আটকে যাবেন, আমরা এখানে প্রতিটি সম্ভাব্য পদ্ধতিতে গাইড করার জন্য প্রস্তুত রয়েছি ।
Thanks for this amazing information
Nice article it’s helpful
Thanks a lot
Nice information. Thanks for sharing the article in the blog.
Hi,
Thank you for reading our blogs!
Keep Reading!