English: Click here to read this article in English.
Hindi: आप इस लेख को हिंदी में भी पढ़ सकते है|
যথাসময়ে শুরু করুন এবং নিয়মিত বিনিয়োগ করুন |
আপনার সঞ্চয় বা বিনিয়োগের পরিমাণ যত কম হোক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগের অভ্যেস গড়ে তোলার দরকার। এই প্রক্রিয়াটি আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আর্থিক পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।
মনে রাখবেন ,
হাজার মাইল পরিকল্পিত যাত্রা শুরুর জন্য একটি পদক্ষেপই যথেষ্ট |
যখন আমি কলেজের ছাত্র ছিলাম, আমি অর্থ সংগ্রহের / সঞ্চয়ের বিভিন্ন উপায়গুলি অনুসন্ধান করতাম এবং বিভিন্ন উপায়ে বিনিয়োগের চেষ্টা করতাম। যদি আমি মাসে 500 টাকা সাশ্রয় করতে পারি, আমি এটি নিয়মিত বিনিয়োগ করার বিষয়টি নিশ্চিত করব।
আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জন করতে আপনার সামনে কোন আর্থিক সরঞ্জামগুলিতে বিনিয়োগের রাস্তা খোলা রয়েছে সেটি জানতে, আপনি Kredent Money App টির সহায়তা নিতে পারেন।
এই ব্লগে, আমি শীর্ষস্থানীয় 5 বিনিয়োগের বিকল্পগুলি উল্লেখ করা হয়েছে , যা আপনাকে প্রতি মাসে 500 টাকা সাশ্রয় / সঞ্চয়ের মাধ্যমে আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলিতে পৌঁছাতে সাহায্য করতে পারে |
১. একটি পদ্ধতিগত বিনিয়োগ / সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট শুরু করুন
এই বিভাগটি তৈরির পেছনের মুখ কারণ হলো – সেভিংস এবং ইনভেস্টমেন্ট ( বিনিয়োগ) এর অভ্যাস গড়ে তোলা | সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হলো মিউচুয়াল ফান্ড স্কীমে বিনিয়োগ |
যদিও কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে আপনাকে অবশ্যই তা জানতে হবে।
যেহেতু একটি মিউচুয়াল ফান্ড পেশাদার ফান্ড ম্যানেজারদের দ্বারা পরিচালিত হয় তাই আপনার বিনিয়োগকৃত অর্থরাশির বৃদ্ধির উচ্চসম্ভাবনা রয়েছে |
এটি 500 টাকার বিনিময়ে শুরু করা যেতে পারে। আপনি যদি এখনই এটি শুরু করতে চান, আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) শুরু করার বিষয়ে 2 টি পদক্ষেপের চেকলিস্ট সম্পর্কিত আমাদের বিস্তারিত ব্যাখ্যাটি দেখতে পারেন
তাড়াতাড়ি সময় হাতে থাকতে বিনিয়োগ শুরু করার অন্যতম সুবিধা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং ( চক্রাকার শক্তি / যৌগিক শক্তি ) | পাওয়ার অফ কম্পাউন্ডিং কিভাবে কাজ করে তা আপনি এইখানে পড়ার মাধ্যমে আশাকরি বুঝতে পারবেন |
আমরা কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিম নীচে তালিকাভুক্ত করেছি যার উপর আপনি গবেষণা এবং বিনিয়োগ করতে পারেন।
- HDFC small cap fund
- DSP mid cap fund
- HDFC mid cap opportunities fund
- Aditya Birla Sun life Equity Fund
- ICICI Prudential Equity and Debt Fund
দ্রষ্টব্য: উপরে উল্লিখিত তহবিলগুলির কোনোটিতেই সরাসরি বিনিয়োগ করার পরামর্শ আমরা প্রদান করছি না । বিনিয়োগের জন্য উপলব্ধ বিভিন্ন স্কিম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এগুলি কেবল উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে|
২. কোনো কোম্পানির শেয়ার ক্রয় করুন
আমি জানি আপনি বর্তমানে কী ভাবছেন : “ আমি যদি কোনও সংস্থার মাত্র একটি শেয়ার / অংশদারিত্ব ক্রয় করি তাহলে কী হবে?”
আর কিছু না হোক এই পদক্ষেপ আপনাকে শেয়ার মার্কেট অনুসরণ করতে এবং কিছু জ্ঞান লাভের বিষয়ে সহায়তা করবে | মানব মনস্তত্ব বিচার করে দেখা গেছে ,যে মুহূর্তে আপনি কোনো কিছুতে বিনিয়োগ শুরু করবেন তখন থেকেই সেই বিষয় জানার আগ্রহ বৃদ্ধি পায় অর্থাৎ এই ক্ষেত্রে শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জনের ইচ্ছা ও খিদে বৃদ্ধি পাবে |
আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন এবং অর্থ উপার্জন করতে চান তাহলে মার্কেট এবং বিভিন্ন কোম্পানি সম্পর্কিত না প্রকার খবর আপনাকে অনুসরণ করতে হবে, বুঝতে হবে বিষয়গুলো কিভাবে কাজ করে এবং তা মার্কেটের সাথে মিলিয়ে দেখতে হবে – এইসবের জন্য অবশ্যই কিছু দক্ষতার প্রয়োজন | এই ৫০০ টাকার ব্যবহার আপনাকে এই সব বিষয়ে আগ্রহী করে তুলতে ও বুঝতে যথেষ্ট সাহায্য করে তুলতে পারে |
৩. একটি রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট শুরু করুন-
আপনি যদি প্রতি মাসে 500 টাকা সাশ্রয় করতে সক্ষম হন কিন্তু আপনি শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী নন কারণ আপনার বিবেচনায় এটি খুব ঝুঁকিপূর্ণ মনে করেন এবং আপনি আমানতের সুরক্ষার সাথে বৃদ্ধি কামনা করে থাকেন , তাহলে আপনি কোনও ব্যাংক বা পোস্ট অফিসে (ডাকঘর) একটি পুনরাবৃত্তি আমানত অ্যাকাউন্ট ( রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ) শুরু করতে পারেন। এই বিনিয়োগ ব্যবস্থায় আপনার জমাকৃত আমানতরাশি সুরক্ষার সাথে বৃদ্ধিও পাবে |
ভারতে প্রায় সব ব্যাংকই পুনরাবৃত্তি আমানত অ্যাকাউন্ট ( রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ) পরিষেবা সরবরাহ / প্রদান করে থাকে ।
রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার নির্দেশাবলী প্রায় সকল ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে| এটিকে একটি সরল ঝামেলাহীন বিনিয়োগ অ্যাকাউন্ট হিসাবে বিবেচনা করা হয়ে থাকে |
এই ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে সুদের হার ৬ %— ৮% এর মধ্যে ঘোড়া ফেরা করে থাকে | বাড়িতে কোনো আর্থিক তহবিল নিরর্থক ও বৃদ্ধিহীন ভাবে গচ্ছিত থাকার চেয়ে সুরক্ষিত ভাবে নির্দিষ্ট হরে বৃদ্ধির দিকে দেখতে গেলে এই উল্লেখ্য শতাংশের রিটার্ন বেশ ভালো |
৪. একটি বইতে বিনিয়োগ করুন
বই পড়া একটি সুচারু অভ্যাস। পড়ার অভ্যাস গড়ে তুলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে প্রচুর উপকারী হতে পারে। প্রয়োজনীয় ও উপযুক্ত বই পড়ার মাধ্যমে আপনি দুর্দান্ত জ্ঞান অর্জন করবেন , প্রচুর বিষয় সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে তার সাথে আপনার আত্মবিশ্বাস পূর্বের তুলনায় অনেকগুন বৃদ্ধি ঘটবে । বেশিরভাগ সফল ব্যক্তিরা বই পড়ার অভ্যাসের এই ব্যক্তিগত অভ্যেসটির বিষয়ে সহমত এবং নিজেদের এই অভ্যেস রয়েছে বলে শিকার করে থাকলেন |
নিজের জন্য এবং নিজের ক্ষেত্রে বিনিয়োগের থেকে ভালো কিছুই হতে পারে না | আপনি যদি ওপরে উল্লিখিত প্রথম তিনটি বিনিয়োগ বিকল্পের বিষয়ে আগ্রহী না হয়ে থাকেন তাহলে আপনি সর্বদা নতুন বই পড়ার জন্য তা ক্রয় করতে বিনিয়োগ করতে পারেন।
Elon Musk, (ইলোন মাস্ক ) SpaceX এবং Tesla র মতো নামি খ্যাতিসম্পন্ন সংস্থার প্রতিষ্ঠাতা এক ব্যক্তিগত ইন্টারভিউয়ে / সাক্ষাৎকারে জানিয়েছিলেন – ” ছোট বেলায় তিনি বইয়ের পোকা ছিলেন – যে কোনো প্রকার আকর্ষণীয় বই থাকে হ্যাঁ অর্জনের খিদে তার মধ্যে ছিল যা তাকে প্রশান্তি ও আনন্দ দিতো ” – তিনি আরও উল্লেখ করেছিলেন যে – ” বর্তমানে তিনি যে সকল কাজ করছেন সেই সকলের গোড়া পত্তন ছোট বেলায় বই পড়ার মাধ্যমেই ঘটেছিলও – কিছু বই তাকে খুব অনুপ্রেরণা দিয়েছিলো ” |
৫. নিজেকে শিক্ষিত করুন
উপযুক্ত বিনিয়োগের আরেকটি উপায় হ’ল অনলাইনে ছোট সময়ের সার্টিফিকেট (শংসাপত্র) কোর্স গ্রহণ করে নিজেকে আপডেট রাখা ও শিক্ষিত করা।
আমরা সকলেই জানি বর্তমান টেকনো কমার্শিয়াল যুগে ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত সহজলভ্য এবং পূর্বের তুলনায় খুব কম খরচে আমরা সকলেই বর্তমানে ইন্টারনেটের ব্যবহার করে থাকি দৈনন্দিনের বিভিন্ন কাজের ক্ষেত্রে ও বিনোদনের কারণে | বর্তমানে অনলাইনের পড়াশোনা করার প্রচুর অপশন উপলব্ধ রয়েছে | আপনি আপনার ৫০০ টাকা এর মধ্যে কোনো পছন্দসই অনলাইন কোর্স ক্রয় করে সেটিকে পথ করার মাধ্যমে কিছু নতুন বিষয় শিখতে পারবেন | যেহেতু প্রচুর অপশন রয়েছে তাই আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ের কোর্স ক্রয় করে আপনি নিজের জ্ঞানের বৃদ্ধি করবেন |
বিশেষ সারমর্ম :-
- এই ক্ষেত্রে অর্থের পরিমাণ খুব বেশি গুরুত্ব দেয় না, তবে তাড়াতাড়ি সময় থাকতে শুরু করা অনেক গুরুত্বপূর্ণ।
- সামান্য ঝুঁকি নেওয়া সম্ভব হলে RD (রেকারিং ডিপোজিট ) এর তুলনায় SIP ( সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) এ বিনিয়োগ বেশি রিটার্ন প্রদানের সক্ষমতা রয়েছে |
- আপনি যদি কোনও বিনিয়োগের জন্য প্রস্তুত না হয়ে থাকেন তাহলে আপনি সর্বদা ছোট অনলাইন কোর্স পড়ার এবং তা গ্রহণের মধ্যে দিয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে তুলতে পারেন।